চট্টগ্রাম

ঘরে ঢুকে মা ও শিশুসন্তানসহ ৩ জনকে ‘হত্যা’

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩২:২৬ প্রিন্ট সংস্করণ

ঘরে ঢুকে মা ও শিশুসন্তানসহ ৩ জনকে ‘হত্যা’

কুমিল্লার হোমনায় মা ও শিশুসন্তানসহ তিন জনকে ঘরে ঢুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

নিহতরা হলেন– বড় ঘাগুটিয়া গ্রামের শাহ পরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তাদের ছেলে সাহাব উদ্দিন (৯) এবং ভাগনি তিশা আক্তার (১৪)।

ওসি জানান, শাহ পরান ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী, শিশু সন্তান এবং প্রতিবেশী মামাতো ভাইয়ের কিশোরী মেয়ে তিশা ঘুমিয়েছিলেন। রাতের কোনও এক সময় তাদের দুর্বৃত্তরা হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে খাটের ওপর রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তিন জনের মরদেহ একই কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content