চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গায় যুবক খুন

  প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ৮:০৩:০২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের পতেঙ্গায় যুবক খুন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিকট আওয়াজে বেপরোয়া মোটরসাইকেল চালাতে বাধা দেওয়ার জেরে মনিরুজ্জামান রাফি (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রাফি ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলা এলাকার বাসিন্দা। এতে মো. রায়হান (২৬) নামে আরেক যুবক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই সুজন বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে স্থানীয়রা জানান, সৈকত এলাকার স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিকট আওয়াজে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়। তার ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েকজন যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওৎ পেতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন আসার সময় তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় মো. শাহরিয়ার আহমেদ (২০), তাহরিয়ার আহমেদ বাঁধন (২০), মারুফ চৌধুরী (২১) ও মো. জুবায়ের বাশার (৩৪) নামে চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পতেঙ্গা থানায় নেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content