চট্টগ্রাম

চট্টগ্রামের মিমি সুপারের দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ৭:২২:৩২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত মিমি সুপার মার্কেটের দুই প্রতিষ্ঠানকে বেশি দামে পন্য বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২ এপ্রিল) দুপুর ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে বিদেশি পণ্যের গায়ে আমদানিকারকের কোনো সিল, কাপড়ের ক্ষেত্রে আমদানির কোনও কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, নিজেদের খেয়াল খুশিমতো পন্যের দাম নেয়া, পন্যের যথাযথ আমদানীর কাগজপত্র, ক্রয় রশিদসহ কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারায় দুই প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by