চট্টগ্রাম

চট্টগ্রামে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দল

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৪:০২:২১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দল

বেশ কিছুদিন যাবৎ কানাঘুষা ও নানা তৎপরতা পর অবশেষে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে চট্টগ্রামে আত্মপ্রকাশ হলো নতুন রাজনৈতিক দল “ প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’র“।

রবিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন ও জিএস আজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, শীঘ্রই ঢাকায় কনভেনশনের মাধ্যমে ১০১ সদস্যের পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নিবন্ধনের চেষ্টা করা হবে। নিবন্ধন না পেলে অন্যকোন দল বা জোটের সাথে শরীক হয়ে নির্বাচনে অংশ নিবে। ৩শ আসন না হলেও অন্তত ১শ আসনে প্রার্থী দেয়ার মতো যোগ্য রাজনীতিবিদ তাদের দলে রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ভিপি নাজিম উদ্দিন জানান, আমরা তরুণদের নিয়ে এ দল পরিচালনা করবো। গণতান্ত্রিক ধারা ও চর্চায় সুষ্ঠু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা হবে আমাদের লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে সংকট থেকে পরিত্রাণের উপায় হিসেবে একটি গণতান্ত্রিক ধারার উন্মেষ সময়ের দাবি। তাই আমরা সমমনা, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা একত্রিত হয়ে একটি ভিন্ন ধারার রাজনৈতিক প্লাটফর্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

দলের সদস্য সচি আজিম উদ্দিন আহমেদ বলেন, দেশের কঠিন দুঃসময়ে সুষ্ঠু ধারার রাজনীতির বিকল্প নেই। মানুষ দুই দলের প্রতি আস্থা রাখতে পারছেনা। তাই বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান সময়ের দাবি। এতে হতাশা কিছুটা হলেও দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content