চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা আক্রান্ত বেড়ে ৯৬৬৮, নতুন শনাক্ত ২৬৩

  প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৭:৫৮:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নতুন করে আরও ২৬৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৯৬ জন এবং উপজেলাগুলোতে ৬৭ জন। এ নিয়ে চট্টগ্রামে ৯ হাজার ৬৬৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয় নি। চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬১ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ৫ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৬৪ টি নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮২ জন এবং উপজেলায় ৫ জন। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২ জন এবং উপজেলায় ৫ জন। ইমপেরিয়াল হাসপাতালে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩১ জন এবং উপজেলায় ৩ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ৩৯ জন শেভরণ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৫ জন এবং উপজেলায় ৯ জন। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ১২৩৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৪০৫ জন। এর মধ্যে নগরে ৬৬৬৩ জন এবং উপজেলায় ৩০০৫ জন। উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: সাতকানিয়া ১, বাঁশখালী ৭, চন্দনাইশ ৫, পটিয়া ৩, রাঙ্গুনিয়া ৩, রাউজান ১১, ফটিকছড়ি ১৭, হাটহাজারী ১৮ এবং সীতাকুণ্ড ২ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৮৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৩৬ এবং উপজেলায় ৫১ জন। নতুন ২৫ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৫৬ জন।

আরও খবর

Sponsered content

Powered by