চট্টগ্রাম

চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের রেলপথ অবরোধ

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ৬:১৩:৫২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের রেলপথ অবরোধ

অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের একদফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) এক দফা দাবিতে রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

মহানগর এক্সপ্রেসটি সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু দেওয়ানহাট এলাকায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ট্রেনটি যাত্রা বাতিল হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানা ওসি শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবরোধে কারণে রেল চলাচল বন্ধ রয়েছে। মহানগর এক্সপ্রেস সাড়ে ১২ টা দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু অবরোধে কারণে ট্রেনটি যাত্রা সূচি বাতিল হয়। পরবর্তী সময় এখনো নির্ধারণ করা হয়নি।

আরও খবর

Sponsered content