চট্টগ্রাম

চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৬:৫৬:৫৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন

চট্টগ্রামের একটি টায়ার কারখানায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়। আশপাশের ভবনে অনেক পরিবারের বসবাস। স্থানীয়রদের সহায়তায় ফায়ার সার্ভিস তাদের নিরাপধ দূরত্বে সরিয়ে নিয়েছে।

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

আরও খবর

Sponsered content