প্রতিনিধি ৬ জুন ২০২৪ , ৫:৪৩:৪৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইদ্রিস মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে স্লুইচগেট সংলগ্ন এই ঘটনা ঘটে। ট্রেনের কাটা পড়ে দেহ থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত মো. ইদ্রিস মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন উলোহাটি এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। সে নগরীর পতেঙ্গা থানাধীন নারিকেলতলা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানা ওসি এস এম শাহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। নিহতের দেহ থেকে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে যায়।
যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়। নিহতের স্বজনরাও এসেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।