চট্টগ্রাম

চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেফতার

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৩ , ৫:৫৪:৩৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে মোঃ রানা (২২) এবং মোঃ মনির(২২) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেফতার হওয়া রানা বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম রতনপুর গ্রামের মোঃ শহীদুল ইসলামের ছেলে এবং মনির ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন উদয়পুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে। শেলী চৌধুরী (৫৪) নামে এক নারীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় মেহেদী হাসান (২০) নামে আরেক ছিনতাইকারী পালিয়ে যায়।

আরও খবর

Sponsered content