দেশজুড়ে

চট্টগ্রামে দু’শর বেশী মোবাইলসহ ১০ চোর গ্রেপ্তার

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৮:১০:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পেশাদার মোবাইল ছিনতাইকারী দলের ১০ চোরকে দু’শ ১৬টি মোবাইলসহ গ্রেপ্তার করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোবাইল চোর’রা হলেন আব্দুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩), মো. কামরুল ইসলাম (৩৪), মো. আবু তাহের রুবেল (২৮), মো. বাপ্পী (২৫), মো. ইয়াছিন আলম (২৫) মো. উজ্জল (২২) ও মো. মাসুদ (২০)।

বিষয়টি নিশ্চিত কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, রেলওয়ে স্টেশন এলাকার ৭ নম্বর বাস কাউন্টারের সামনে চোরাই মোবাইল ক্রয় চক্রের সদস্যরা ছিনতাই করা মোবাইল কেনা-বেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে যথাযথ আইনানুগর ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by