প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৭:১২:০৫ প্রিন্ট সংস্করণ
নিষিদ্ধ সময়ে ধরা ৪শ কেজি মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (৮ জুলাই) নগরীর রাসমনি ঘাট এলাকায় পরিচালিত এক অভিযানে উক্ত মাছ জব্দের বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই সময়েও মাছ ধরা অব্যাহত রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে রানী রাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এ সময় ৩০ ক্যান বরফ ও ডিজেল পানিতে নষ্ট করা হয়।’
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে আহরণ করার দায়ে জব্দকৃত লক্ষাধিক টাকার মাছ নিলামে বিক্রি করে দেয়া হয়েছে।
নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের সহযোগিতা অভিযানকালে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা রাহুল কুমার, কোস্টগার্ড কর্মকর্তা মংচিংহলা মারম ও পাহাড়তলী থানার উপ পরিদর্শক মোঃ খোকন হোসেন প্রমুখ।