প্রতিনিধি ১২ জুন ২০২৪ , ৭:৪৫:৪৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ রোডের গার্টেক্স গার্মেন্টস লিমিটেড নামে কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই কারখানার যে গুদামে আগুন লেগেছে, ওই গুদামে সম্পূর্ণ প্রস্তুতকৃত পণ্য রাখা ছিল। বুধবার পণ্যগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।