প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৬:৩৪:৫৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় মনা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মনা বাকলিয়া থানাধীন বগারবিল এলাকার শাহ আলমের ছেলে। রবিবার (৭ জুলাই) রাতে সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, দীর্ঘদিন ধরে ভাতের হোটেল নিয়ে মনার সাথে তার আরেক বন্ধুর দ্বন্ধ ছিল। এই জের ধরে রবিবার রাতে মানুষজন নিয়ে মনাকে মারধর করে তার ওই বন্ধু।
এসময় মনার পায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।