প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও জেলা পরিষদ এবং ক্লাব সমূহের যৌথ অভিষেক, চলতি সেবাবর্ষের প্রথম কেবিনেট মিটিং, কাউন্সিল মিটিং চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
দুইপর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি লিও দীপ্ত দে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দীকি পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবনিট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, লিও ক্লাব এডভাইজরি পেনালিস্ট সিএসিক্স ও প্রাক্তনলিও জেলা সভাপতি লায়ন গাজী মো.শহীদুল্লাহ এমজেএফ, জিএলটিডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ, জিএমটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়নইঞ্জি. চন্দন দাশ এমজেএফ, জিইটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর ও লিও জেলা প্রাক্তন সভাপতি লায়ন মো. আনিসুল হক চৌধুরী, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন আশরাফ আলী আশু, গভর্নর এডভাইজর লায়ন হাসিনা খানএমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন মো. হাকিম আলী এমজেএফ, আরডি হেডকোয়ার্টার লায়ন পারভীন মাহমুদ এফসিএপিএমজেএফ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিওক্লাব চেয়ারপার্সন লায়ন এম বদিউর রহমান, লিওইয়ুথ এক্সচেঞ্জ লায়ন মো.শাহজালাল, প্রাক্তন জেলা সভাপতি যথাক্রমে লায়ন এস এম কাম্রুল ইসলাম পারভেজ, লায়ন সুরজিত সাহামিঠু, লায়ন হুমায়ুন কবির ,লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন,লায়ন মো. মামুনুর রশীদ, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লায়ন মো. আবুল খায়ের, লায়ন মো. ওবাইদুর রহমান,লায়ন মো. খলিলউল্লাহ চৌ. সাকিব,লায়ন মো. সাইফুল করিম আরিফ, লায়ন আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং লিও ইরফান মোস্তফা, জেলা সহসভাপতি লিও মো. ইরফানউদ্দিন চৌধুরী, জেলা সচিব লিও মো. সিফাতুল ইসলাম সামি, জেলা কোষাধ্যক্ষ ও প্রোগ্রাম চেয়ারম্যান লিও মো. সিরাজুল করিম হিরো, প্রোগ্রাম সেক্রেটারী লিও আব্দুল্লাহ আল মারুফ,জিএলটিলিও এস এম মেহেদি হাসান, জিএমটি লিও রাফিদ মো. আহনাফ, জিএসটি লিও মিজানুর রহমান মামুন, রিপোর্টিং কমিটির চেয়ারম্যান লিও মো. জায়েদ হাসান, জয়েন্ট সেক্রেটারি লিও পৃথা পারমিতারয়,জয়েন্ট ট্রেজারারলিও এড. জয়নাল আবেদীন, সিস্টার কোঅর্ডিনেটর লিও হিরো জান্নাত সাথী।