প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৫ , ৮:০৬:৪৬ প্রিন্ট সংস্করণ
অন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রামের প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমে কর্মরত কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকরাও অংশ নেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান মো. কামাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান।
সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন কোনো আইন প্রয়োগকারী সংস্থা নয়। এটা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে প্রাপ্ত মতামত সরকারের কাছে উত্থাপন করবে মাত্র। সরকার আইনের পরিবর্তন, পরিমার্জন কিংবা নতুন আইন প্রণয়ন করবেন। তবে স্টেক হোল্ডারদের মতামতের সাথে অনেকাংশেই কমিশন ঐক্যমত পোষণ করে। বিশেষ করে বিগত ১৫ বছর ধরে সরকারের নীপিড়নের শিকার গণমাধ্যমকর্মীদের প্রতি সহায়তার বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে।
কমিশন চেয়ারম্যান বলেন, পেশাগত দায়িত্ব ভুলে গিয়ে সুযোগ সুবিধার কথা চিন্তা করে যারা দলীয় লেজুড়বৃত্তি করেছেন, তারা অনৈতিকতার আশ্রয় নিয়েছেন। বৈষম্য দূরীকরণে কমিশন বিভিন্ন ভাবে প্রাপ্ত সুপারিশমালা ইতিবাচকভাবে উপস্থাপন করবে। পেশাগত উৎকর্ষতা সাধনে দলীয় মনোভাব সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি দাবি করেন। তাছাড়া একই মালিকের একাধিক মিডিয়া, আজগুবি প্রচার সংখ্যা, পারিবারিক ও আত্মীয়করণ গণমাধ্যমের সহজাত চরিত্রের সাথে সাংঘর্ষিক বলে সাংবাদিকদের দাবির সাথে তিনি একাত্মতা পোষণ করেন।
সভায় সাংবাদিকদের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, বাসস এর বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, ওয়াহিদুজ্জামান, জাগো নিউজের ইকবাল হোসেন, ফারুক মুনিরসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সাংবাদিকরা তাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।