প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৫:৫১:০২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ১০ কেজি গাঁজাসহ মোঃ রবিউর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল সোয়া ৯টায় সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন সেবাখোলা আশ্রমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, সকালে খবর পেয়ে সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন সেবাখোলা আশ্রমের সামনে থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।