প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১১:২৭ প্রিন্ট সংস্করণ
ফ্যাসিস্ট সরকার পতনের মাসপূর্তির দিনে চট্টগ্রাম নগরীতে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরের ষোলশহর স্টেশনে এ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।
এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল সাড়ে ৩টার পর ষোলশহর স্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে বহদ্দারহাট এলাকা ঘুরে মুরাদপুর এলাকায় গিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের নানা শ্লোগানে উত্তাল হয়ে উঠে ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং এর আওতাধীন কলেজের শিক্ষার্থীসহ ছাত্রজনতা।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। গতকাল মাসপূর্তি উপলক্ষে দেশজুড়ে শহীদি মার্চ কর্মসূচী ঘোষণা করে কেন্দ্রীয় সমন্বয় পরিষদ।