চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ডাস্টবিনে মিললো শিশুর লাশ

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ৭:৪১:২০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর ডাস্টবিনে মিললো শিশুর লাশ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন তুলাতলি এলাকার একটি ডাস্টবিনে বস্তাবন্দী এক শিশুর লাশ পাওয়া গেছে। বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ডাস্টবিনে পড়ে থাকা একটি বস্তা দেখে স্থানীয় লোকজন পাশে দায়িত্ব পালন করা পুলিশ সার্জেন্টকে জানান। তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। আনুমানিক ৬ মাস হবে শিশুটির বয়স। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার এসআই আবুল হোসেন বলেন, ‘ডাস্টবিনে পড়ে থাকা একটি শিশু দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এখনও শিশুটির পরিচয় শনাক্ত হওয়া যায়নি।

আরও খবর

Sponsered content