প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১৩:৩৩ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম পিআইডিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পিআইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার বলেন, মৌলিক অধিকারকে স্বীকৃতি দিয়েই তথ্যের অধিকার নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন জনগণের মাঝে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে পারলেই নতুন প্রজন্মের স্বপ্নের জবাবদিহিমূলক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। এ সময় তিনি তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগের জন্য কর্মকর্তাদের আইনটির বিভিন্ন বিধি-বিধান ভালোভাবে অবগত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
এসময় চট্টগ্রাম পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক, সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর-ই-ফেরদৌসী আকলিমা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম।
সভায় চট্টগ্রাম পিআইডি, বিষ্ফোরক পরিদপ্তর ও মেট্রোপলিটন কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।