চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫৫:৫১ প্রিন্ট সংস্করণ

মোঃ পারভেজ, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ ফেব্রæয়ারী) সকালে প্রকৌশলী শহীদ শামশুজ্জামান স্টেডিয়ামে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির সভাপতি মোঃ মমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সার্বিক তদারকিতে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিবহন) যুগ্ম-সচিব মোঃ হাবিবুর রহমান, সদস্য (প্রকৌশল) কমোডর মোঃ মাহবুবুর রহমান, সদস্য ( হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান, সদস্য (অর্থ) মো: শহীদুল আলম, বন্দর সচিব মো: ওমর ফারুক, চট্টগ্রাম বন্দর সিবিএ সেক্রেটারী নায়েবুল ইসলাম ফটিক।

এবারের প্রতিযোগিতায় বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা ৩৯টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন। বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

এসময় বন্দর চেয়ারম্যান বলেন, খেলাধুলা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সমাজে এখন বিনোদনের মাধ্যম অত্যন্ত সীমিত। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সারাবছর জাতীয় অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে ব্যস্ত থাকে। তাঁরা খুব সময় পান খেলাধুলা বা শরীরর চর্চায় অংশ নিতে। সবাই এই প্রতিযোগিতায় স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

আরও খবর

Sponsered content