চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসহ বাহমার নারী আটক

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৪ , ৪:১৯:৫৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি কোকেনসহ বাহমাসের এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ত্রন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই বিদেশি ব্রাজিল থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আসেন। সেখান থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে গত ১১ জুলাই চট্টগ্রামে আসেন। কিন্তু ওই সময়ে তার কাছে কোন লাগেজ ছিল না।

ওই নাগরিক হোটেল আগ্রাবাদে ওঠেন। সোমবার সকালে বিমানবন্দরে তার লাগেজ সংগ্রহ করতে গেলে তাকে সন্দেহ করেন কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাগেজ পরীক্ষা করেন।

পরে লাগেজের ভেতরে থাকা একটি ইউপিএসের ভেতর থেকে এসব কোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content