প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৪:৪৭:৪০ প্রিন্ট সংস্করণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী নানা অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসকে খোদা তোতনকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসকে খোদা তোতনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’ অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে, শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ছয়জন আহত হন। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতনের অনুসারী।