চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির সকল থানা ওয়ার্ড কমিটি বিলুপ্ত

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৭:২১:১২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সকল থানা ওয়ার্ড কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ১৫ সাংগঠনিক থানা ও ৪৩ ওয়ার্ডের সবগুলো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো দ্রুত ও পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছে নগর বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের নগরের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন আহ্বায়ক এরশাদ উল্লাহ। এসম নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বিলুপ্তঘোষিত থানা ও ওয়ার্ডগুলো অতিদ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।

এ সময় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম , নগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content