চট্টগ্রাম

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ৩:৩৭:৪৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে দেশ নায়ক তারেক রহমান কর্তৃক প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা ও শিক্ষার্থীর চোখে আগামীর বাংলাদেশ ও ছাত্ররাজনীতি শীর্ষক কর্মসূচী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কতৃক গঠিত সাংগঠনিক টিমের সাথে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত কর্মসূচীতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও সাংগঠনিক টিমের প্রধান ইজাজুল কবির রুয়েল,
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলেল আহবায়ক মোঃ সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

সরকারি কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান রায়হানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আকতার হোসেন পলাশ, সদস্য আরাফাত হোসেন, শান্ত বড়ুয়া, ইমতিয়াজ অমি, জুবায়ের, রবিউল, জিন্নাহ্, ওয়াজিদ, নাইমুলসহ কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, এদেশের ছাত্রসমাজের সকল প্রকার সমস্যা সমাধানে ছাত্রদল আন্তরিক। দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ছাত্রদল কাজ করে যাচ্ছে। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদল সারাদেশে কাজ করে যাচ্ছে। তাই সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের আদর্শকে ধারণ করে আমাগীর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখাও অতীব জরুরী বলে বক্তারা দাবি করেন।

আরও খবর

Sponsered content