চট্টগ্রাম

চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই, গ্রেফতার ৪

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ৩:৪২:৫১ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই, গ্রেফতার ৪

চট্টগ্রামের চন্দনাইশে আসিফ করিম চৌধুরী (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে ৪ জনকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

গ্রেফারকৃতরা হলেন- চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হারলা এলাকার আলী আকবরের ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান ওরফে সাকিব (২০), ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা এলাকার বাহার ‍উদ্দীনের ছেলে ইয়াছিন আরাফাত বাপী (১৮), ৪ নম্বর ওয়ার্ডের হারলা নয়াপাড়া এলাকার হেলাল উদ্দীনের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন সাইম (১৭) এবং ৬ নম্বর ওয়ার্ডের হারলা আব্বাস তালুকদার বাড়ির আবু তাহেরের ছেলে সাকিবুল ইসলাম ওরফে সাকিব (১৬)।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় ৪ জনকে গ্রেফতারের পর আদালতে চালান দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশের বরমা ইউনিয়নের শেবন্দী এলাকার শফিউল করিম চৌধুরীর ছেলে আসিফ করিম চৌধুরী বরমা ডিগ্রি কলেজ হতে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী।

ঘটনারদিন ৯ জুলাই আসিফ তার পরীক্ষা কেন্দ্র আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে হিসাববিজ্ঞান নীতি প্রয়োগ বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য আসে। পরীক্ষা শেষে ওইদিন দুপুর দেড়টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এতিমখানার সামনে রাস্তায় পৌঁছলে কয়েকজন তার গতিরোধ করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এতিমখানার পাশে চিপা গলির নির্জন রাস্তায় নিয়ে যায়।

এ সময় আসামিরা ছুরি প্রদর্শন করে তার ব্যবহৃত ১৪ হাজার টাকা দামের একটি এনড্রয়েড মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসিফ চন্দনাইশ থানায় অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুকুরের ঘাটলার সিঁড়ি হতে ৪ জনকে আটক করে।

আরও খবর

Sponsered content