প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ৮:১৭:৩৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার হাশিমপুর ইউনিয়নের মোজাহের পাড়া বরুমতি রেল ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) রেফার করা হয়। পথে অবস্থার অবনতি হলে তাঁকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। হাসপাতালে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানার ওসিকে অবহিত করা হয়েছে।