প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০১:২৩ প্রিন্ট সংস্করণ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন উপকারভোগী এবং তরুণ-তরুণীদের নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন অতিথিবৃন্দ। এছাড়া জুলাই-২০২৪ বিপ্লব, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, নিরাপদ মাতৃত্ব, গৃহস্থালি কাজে নারী পুরুষের সমান অংশগ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা ও প্রতিবন্ধীদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন উপকারভোগী, ছাত্রছাত্রীরাসহ অন্যান্যরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন।
সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, জুলাই আন্দোলনে আহত ফরহাদুল ইসলাম, সমাজসেবা কার্যালয় থেকে ঋণগ্রহীতা রিমা সুলতানা প্রমূখ।
পরে শিক্ষার্থী ও বিভিন্ন রোগাক্রান্ত রোগীদের অনুদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সূবর্ণ কার্ড প্রদান করা হয়।