চট্টগ্রাম

চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১, আহত ২০

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৩:৪৯:১৫ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১, আহত ২০

চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. আলমগীর (৩৮) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর চন্দনাইশ পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়ীয়া সাদেক মোহাম্মদ পাড়ার আবুল কাশেমের ছেলে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- খুলনা জেলার রূপসা থানার নাসিমা বেগম (৪৫), নাজমুল হুদা (২২), তাসলিমা (২৫), শাহরিন (২), ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার সুমাইয়া (১৬), রেজাউল করিম (৬৫), গোপালগঞ্জের তরিকুল ইসলাম (৪৬), খুলনার সোহানা (২৮), আতকিয়া (৮), যশোরের তরিকুল ইসলাম (২৮)।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, দূর্ঘটনা কবলিত সৌদিয়া পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ৭ টার দিকে বাসটি চন্দনাইশ উপজেলার কলঘর এলাকায় একজন সাইকেল আরোহীকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে সাইকেল আরোহী আলমগীর ও বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন গুরুতর আহত হন। মো. আলমগীরকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত বাসযাত্রীদের মধ্যে কেউ চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেউ দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল কেউ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান বলেন, “দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content