চট্টগ্রাম

চন্দনাইশে প্রশাসনের বাজার মনিটরিং, ৪ মামলায় ২১ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৬:৪৩:৪৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে প্রশাসনের বাজার মনিটরিং, ৪ মামলায় ২১ হাজার টাকা জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে প্রথম রমজান থেকে নিয়মিত বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন।

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল সোয়া ২ টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।

এদিন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করায় শেরে বাংলা হোটেলের মো. নেজামকে পাঁচ হাজার, বিছমিল্লাহ হোটেলের আবদুর রহিমকে তিন হাজার, মেয়াদ উর্ত্তীণ ও উৎপাদনের তারিখ বিহীন পণ্য সামগ্রী মজুদ ও বিক্রির জন্য প্রদর্শন করায় মের্সাস এফ এস ট্রের্ডাসের ফরমান উল ইসলামকে দশ হাজার ও দোলন সেনকে তিন হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও দোহাজারী সিটি সেন্টারের জসিম ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্টানের মো. জসিম উদ্দীনকে লাইসেন্স ও অনুমোদন ব্যতিতভাবে অপচিকিৎসা প্রদানের মাধ্যমে জনগণকে প্রতারণার অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়। 

অভিযান পরিচালনাকালে দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আহমেদ তানজিমুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রিগ্যান শীল উপস্থিত ছিলেন। সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, কোনো ভেজাল মিশ্রিত না করে, মূল্য তালিকা যাতে দোকানের সামনে টানিয়ে রাখে এবং ভোক্তারা কোনোভাবেই যাতে প্রতারিত না হয় সে জন্য এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content