চট্টগ্রাম

চন্দনাইশে বনদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মী সহ আহত ৬

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ , ৩:৪০:০৯ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে বনদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মী সহ আহত ৬

চট্টগ্রামের চন্দনাইশে একদল সংঘবদ্ধ বনদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মী সহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দোহাজারী পৌরসভার সাতছড়িকুল এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বনবিটের সংরক্ষিত বনের ভেতরে ঘটেছে এ হামলার ঘটনা।

দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ বনদস্যুরা। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে দোহাজারী পৌরসভার সাতছড়িকুল এলাকায় গুচ্ছগ্রামের সন্নিকটে গেলে বনদস্যুরা বনকর্মীদেরকে চারদিকে ঘিরে ধরে। একপর্যায়ে তাঁরা বনকর্মীদের ভয়ভীতি দেখাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। বনকর্মীরাও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।এসময় বনকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বনদস্যুরা বনকর্মীদের লাঠিপেটা করে এবং ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে।

এসময় তাদের হামলায় আহত হয়েছেন পটিয়া রেঞ্জ অফিসার এমদাদুল হক, বনবিটের বাগান মালি সাহাবুদ্দিন, ফরেস্ট গার্ড মো. লোকমান, পিকআপ চালক তৈয়্যব, সিএনজি চালক সুমন ও জিসান।

স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক ও ফরেস্ট গার্ড লোকমানের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁরা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, বনকর্মীদের ওপর হামলার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে বনবিভাগ এজাহার জমা দিলে মামলা রুজু করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content