চট্টগ্রাম

চন্দনাইশে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৭:৫৩:১৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম মো. আকতার (৩৮)। তিনি চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলী এলাকার মনু মিয়ার ছেলে। 

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ থানার শাহজাহানের ছেলে মিলন (৩১) ও জালাল (২১)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখি তিশা প্লাটিনাম নামের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুলতলা এলাকায় আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় কক্সবাজার মুখি প্লাস্টিক বোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক আকতারসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকতারকে মৃত ঘোষণা করেন। এবং মিলন ও জালাল কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content