প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৩:৪০:১২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উফশী বীজ ও রাসায়নিক সার এবং হাইব্রিড বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরী, দিবাকর দাশ ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন জানান, “বোরো (উফশী) প্রণোদনা হিসেবে উপজেলার দুইটি পৌরসভা এবং আটটি ইউনিয়নের ১৯৬০ জন কৃষকের মধ্যে প্রতিজন ৫ কেজি উফশী ধানের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া ১৫০০ জন কৃষক ২ কেজি করে হাইব্রিড বীজ পাবেন।”