চট্টগ্রাম

চন্দনাইশে বিনামূল্যে সার ও বীজ পেলো ৩৯০০ জন কৃষক

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৫:১৭:৩১ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে বিনামূল্যে সার ও বীজ পেলো ৩৯০০ জন কৃষক

চট্টগ্রামের চন্দনাইশে ২০২৪-২৫ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ৩৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ, রাসায়নিক সার ও অর্থ সহায়তা এবং ৪০০ জন কৃষকের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহিরুল ইসলাম সহ উপজেলার উপসহকারী কৃষি অফিসারগণ, কৃষি অফিসের অন্যান্য কর্মচারিবৃন্দ ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন জানান, সবজি প্রণোদনা হিসেবে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৩৫০০ জন কৃষকের মধ্যে প্রতিজন কৃষক ৮ প্রকার হাইব্রিড সবজি বীজ (লাউ, বেগুন, মরিচ, টমেটো, ব্রোকলি, মিষ্টিকুমড়া,ফুলকপি, বাঁধাকপি), ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন এবং রবি প্রণোদনা হিসেবে ৪০০ জন কৃষকের প্রতি জন কৃষক (সরিষা-১ কেজি, মুগ-৫ কেজি, ফেলন-৫ কেজি, সূর্যমুখী-১ কেজি, চীনাবাদাম-১০কেজি, পেঁয়াজ-১ কেজি এগুলোর যে কোনো একটি) সাথে সরিষা, সূর্যমুখী ও পেঁয়াজের জন্য ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং চিনবাদাম, মুগ, ফেলন এর জন্য ডিএপি- ১০ কেজি, এমওপি- ৫ কেজি করে পাবেন। এছাড়া প্রতিজন কৃষক এক হাজার টাকা করে (বিকাশের মাধ্যমে) অর্থ সহায়তা পাবেন বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content