প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৪:০০:২৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ডাকে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার দোহাজারী পৌরসভা সদরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মীরা বাধা দিতে চেষ্টা করে। এসময় বিক্ষোভকারীরা বিক্ষুব্ধ হয়ে ৪টি হাইস-মাইক্রো, ১টি নোহা, মোটর সাইকেল ও পৌরসভার বর্জ্য অপসারণের ডাম্পিং ট্রাক ভাংচুর করে চালককে মারধর করে। এসময় ব্যাংক এশিয়া দোহাজারী শাখা ও দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের কাঁচের জানালা ভাংচুর চালায় বিক্ষোভকারীরা।
পরে বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় কয়েকটি প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করলে আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাঁধা দিতে চেষ্টা করে। এ সময় পাল্টা-পাল্টি ইটপাটকেল নিক্ষেপে খাগরিয়ার মোঃ মুছার ছেলে রাকিব (২০), দোহাজারীর নুর কবিরের ছেলে আমিন (২৫) ও বাগিচাহাটের রাজা মিয়ার ছেলে জসিম (৪০) আহত হয়।
এসব ঘটনা চলাকালীন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা আত্মরক্ষার জন্য গেইটে তালা লাগিয়ে রুমে চুপচাপ বসে থাকে।