চট্টগ্রাম

চন্দনাইশে ভাইস-চেয়ারম্যান পদে জনসমর্থনে এগিয়ে সোলাইমান ফারুকী

  প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ৩:৩৬:৩১ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ভাইস-চেয়ারম্যান পদে জনসমর্থনে এগিয়ে সোলাইমান ফারুকী

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিগত দুই বারের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী।

বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের গোসল ও জানাজা এবং লাশ দাফন করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি। সাধারণ ভোটার, নারী-পুরুষ ও তরুণদের মধ্যেও ভোটের মাঠে আলোচনার শীর্ষে রয়েছেন এই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

গত ১৩ মে প্রতীক বরাদ্দের পর থেকে তাঁর বিজয় নিশ্চিত করতে উপজেলার হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট প্রার্থনা করতে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সকল বয়সের মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে আসছে।

আগামী ২৯ মে নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌলানা মো. সোলাইমান ফারুকী বিপুল ভোটে জয়ী হবেন বলে সাধারণ ভোটাররা আশাবাদী।ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মৌলনা মো. সোলাইমান ফারুকী বলেন, “চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নে আমি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি এবং জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। আমার নির্বাচনী প্রতিশ্রুতি আমি আমৃত্যু জনগণের পাশে থাকতে চাই।

আমি বিশ্বাস করি ভাইস-চেয়ারম্যান হিসেবে বিগত দুই মেয়াদে আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে সাধারণ ভোটাররা আমাকে বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিয়ে চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করে তাঁদের সেবা করার সুযোগ দিবেন।”

আরও খবর

Sponsered content