প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৪ , ৪:২৫:২৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম ও দোহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক প্রয়াত এমএ রাজ্জাক রাজ এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসা হলরুমে এই প্রবীণ সাংবাদিকের স্মরণ সভার আয়োজন করে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম।
সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খালেদ রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ নুরুল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ওমর ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক হেলালউদ্দিন নীরব প্রমুখ।
এসময় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, চন্দনাইশের সবচেয়ে প্রবীণ সাংবাদিক ছিলেন এমএ রাজ্জাক রাজ। তিনি ছিলেন একজন আপোসহীন ব্যক্তি ও সাংবাদিক। অনেক সাংবাদিককে তিনি হাতে কলমে সাংবাদিকতা শিখিয়েছেন। আমাদের দায়িত্ব হবে তাঁকে নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে তুলে আনা। তিনি সাংবাদিকতা, সামাজিকতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁকে মনে রাখলে তাঁর উপকার নেই, বরং আমরাই উপকৃত হবো। তিনি নিজের স্বার্থ না দেখে সামগ্রিকভাবে ভালো কাজকে প্রাধান্য দিতেন। সাংবাদিকদের দুর্দিনের বন্ধু ছিলেন তিনি। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত স্মরণ সভা শেষ হয়।