চট্টগ্রাম

চবক ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৫ , ৬:৪৩:৪৮ প্রিন্ট সংস্করণ

চবক ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বন্দর আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরস্থ শহীদ প্রকৌশলী শামসুজ্জামান ষ্টেডিয়ামে উদ্বোধন পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং), অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবক এর সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, চবক ক্রীড়া সমিতির সভাপতি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক, চীফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ শামসিত তাবরীজ, কন্ট্রোলার অব স্টোরস মোঃ আবদুল হান্নান, ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান, স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক ডা: সারওয়ার আহমেদ, ম্যানেজার ট্রেনিং মো. কুদরত-ই-খুদা, চবক এর ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল মওলা, ক্রিকেট উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ ইরফান খান।

এতে প্রধান অতিথি মো. হাবিবুর রহমান বলেন, ক্রীড়ার বিকল্প নেই। মানুষের শারীরিক মানসিক বিকাশে ক্রীড়া ইতিবাচক ভূমিকা রাখে। ভবিষ্যত প্রজন্মকে ক্রীড়ামুখী করতে আরও বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। চট্টগ্রাম বন্দর সবসময় দেশের ক্রীড়াঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content