দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে পূষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:১৬:১২ প্রিন্ট সংস্করণ

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২৩-২৯ এপ্রিল পর্যন্ত চলমান জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কমিউনিটি ক্লিনিকসমূহে চিকিৎসা নিতে আসা অসহায়, দু:স্থদের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ঝিলিম ইউনিয়নের ভাবুক কমিউনিটি ক্লিনিকে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.এমএ মাতিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
ইউএনও জানান, পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রাপ্ত সরকারী বরাদ্দ হতে উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকের জন্য ৭৫টি খাদ্য প্যাকেট তৈরি করে বন্টন করা হয়েছে। প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১কেজি ডাল, ১ লিটার তেল, ১কেজি লবন, ১ কেজি পেয়াঁজ ও সাবান।       
 

আরও খবর

Sponsered content

Powered by