প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৫:১৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, বিগত দিনে প্রতিটি আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। দীর্ঘ ১৬ বছরের ঐতিহাসিক লড়াইয়ে আমাদের কোন নেতাকর্মী দল ছেড়ে যায়নি। কোন অপশক্তির সাথে আপস করেনি। শহিদ জিয়ার আদর্শ কে ধারণ করে স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা রাজপথে ছিল। আগামীতেও থাকবে ইনশাল্লাহ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত চান্দগাঁও থানা স্বেছাসেবক দলের ‘কর্মী সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহীদুজ্জামান এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, নুহ গাজী সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, আনোয়ার হোসেন বাদশা, আশরাফ উদ্দিন টিপু, হোসেন মো. মাসুম, কামাল হোসেন খোকন, দেলোয়ার হোসেন খোকা, মিনহাজ উদ্দিন সোহেল, ইসহাক জয়, নজরুল ইসলাম বক্কর, ৫নং মোহরা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনছুর উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর আহবায়ক আব্দুর রশিদ, ৪নং চান্দগাঁও ওয়ার্ড আহবায়ক নাজিম উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড সদস্য সচিব সাদ্দাম হোসেন, ৫নং মোহরা ওয়ার্ড সদস্য সচিব দেদুল বড়ুয়া, যুগ্ম আহবায়ক সাঈদ ইসলাম বাপ্পি, আব্দুল কাদের, দিদারুল আলম।