আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত আরও ২০

  প্রতিনিধি ৬ জুন ২০২৪ , ৩:০১:৪৮ প্রিন্ট সংস্করণ

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত আরও ২০
ছবি: সংগৃহীত

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত এবং আরও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার (৫ জুন) গভীর রাতে পারডুবিস শহরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হলে এই হতাতের ঘটনা ঘটে।

রেলওয়ে প্রশাসন জানিয়েছে, রেজিওজেট পরিচালিত যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পূর্ব স্লোভাকিয়ার কোসিসের উদ্দেশে যাত্রা করেছিল। আর মালবাহী ট্রেনটিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল বলে জানিয়েছে ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র।

কয়েক ডজন পুলিশ, ফায়ার এবং জরুরী পরিষেবা ইউনিট দুর্ঘটনাস্থরে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার রেসকিউ সার্ভিস জানিয়েছে, ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলো।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পরিবহনমন্ত্রী মার্টিন কুপকাও। একটি টেলিভিশন ব্রিফিংয়ে দুর্ঘটনার তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স

আরও খবর

Sponsered content