প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ৫:২৫:১৭ প্রিন্ট সংস্করণ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে আরিফ হোসেন সাগর (২২) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের অনুসারী দুর্বৃত্তরা। পরে চিকিৎসার অবনতি হলে তার বাম হাতের অর্ধেক অংশ কেটে ফেলে দেয়া হয়। গেল ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ঈদগাহ ইমাম বাড়ির গলির মুখে তাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে ঐ এলাকার আওয়ামী লীগের নামধারী দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কোপে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিলেও অতিরিক্ত জখম হওয়ায় হাত কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েচেন ভুক্তভোগীর পিতা মো: দুলাল।
ভুক্তভোগী আরিফ হোসেন সাগর জানান, আওয়ামী সরকার পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকবার অংশ নেন। তখন মোল্লাপাড়া এলাকার কিছু চিহ্নিত আওয়ামী নামধারী সন্ত্রাসী তাকে এলাকায় প্রবেশের সময় মোবাইল চেক করে মারধর এবং মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এছাড়া তাকে ছাত্র আন্দোলনে অংশ না নিতে হুমকি দেয়া হয়। এরপর সে ঘটনার জের ধরে সরকার পতনের পর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব আওয়ামী সন্ত্রাসীরা সুযোগের অপেক্ষায় থাকে। সবশেষ ৫ সেপ্টেম্বর বুকের ব্যাথার ওষুধ কিনতে যাওয়ার সময় সুযোগ বুঝে ঈদগাহ ইমাম বাড়ির গলির মুখে তাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে ঐসব সন্ত্রাসীরা। তখন মোল্লা পাড়া এলাকার রহিমের নেতৃত্বে হামলায় অংশ নেয় একই এলাকার ওসমান, বিজয়, নাসির, বাবুর্চি সুমন, সরোয়ারসহ আরো বেশ কয়েকজন। তার দাবী তারা মাদক, জুয়াসহ নানান অপরাধে জড়িত।
এঘটনায় ভুক্তভোগীর বোন রাজিয়া সুলতানা (৩১) বাদি হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, মো: রহিম (৩০), ওসমান (৩৩), রনি (২৫), মো: সেলিম (৩৪), মো: বাছির ( ২৬), বাবুর্চি সুমন ( ৩৮), নাজমুল আলন প্রকাশ সরোয়ারসহ অজ্ঞাত আরো অনেকে।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কাজী মো: রফিক আহমেদ জানান, ঘটনায় জড়িত ২ নং আসামি ওসমানকে আমরা গ্রেফতার করেছি, বাকি আসামিদের গ্রেফতারেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।