প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ৬:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার (৫ জুন) বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে পেশাজীবি দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাজধানীর একটি মিলনায়তনে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম-পরিষদ সদস্য ও বিশিষ্ট শ্রমিকনেতা আব্দুস সালাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম-পরিষদ সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম কামাল হোসাইন, সুপ্রিম কোর্ট শাখা সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম ইউসুফ আলী, জজ কোর্ট শাখা সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম-পরিষদ সদস্য, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক সহ-সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম রহমান ভুইয়া, ঢাকা মেডিক্যাল সেন্টারের সভাপতি ডা. আবু আফনান, ঢাকা সাংবাদিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারি অ্যাডভোকেট খন্দকার এ কে এম রেজাউল করিম, জজকোর্ট শাখা সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, জজকোর্ট শাখা সেক্রেটারি ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, ঢাকা বিজনেস ক্লাবের সেক্রেটারি ব্যবসায়ী নেতা সগির বিন সাইদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সবুর মাতুব্বর, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আশরাফুল আলম ইমন প্রমুখ।