বাংলাদেশ

জিয়ার কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না: হানিফ

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৪৫:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

‘জিয়াউর রহমানের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। ৭৫ এর হত্যাকাণ্ডের পর জাতিকে বিভক্ত করা হয়েছে। রাজাকার আলবদরদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছিল জিয়াউর রহমান।’ এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করার মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছিল।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত বীর উত্তম সি আর দত্ত: আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

হানিফ বলেন, বিভাজিত মানসিকতার কারণে সরকারের ভালো কাজের প্রশংসা করছে না বিএনপি।

তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াক এটা আমরা চাই না। সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে।

অনুষ্ঠানে, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে আইন আছে তার বাস্তবায়ন নেই। সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, যারা ধর্ম নিয়ে বিরোধিতা করে তারা অপরাধী। তাদেরকে কঠোর হস্তে দমন করতে সরকারের প্রতি আহবান জানান জিএম কাদের।

আরও খবর

Sponsered content

Powered by