দেশজুড়ে

ঝালকাঠিতে মুসলিম পরিবারকে ঈদ উপহার দিল পূজা উদযাপন পরিষদ

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৯:৪১:১৪ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাবে অসহায় কর্মহীন হয়ে পড়া চারশত মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখা। টেলি কনফারেন্সের মাধ্যেমে রবিবার সকালে এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য জনাব আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

ঝালকাঠি মদোন মোহন আখড়া বাড়ি মন্দিরে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারন সম্পাদক বাবু তরুন কর্মকার ঝালকাঠি জেলা আওয়ামীলীগ, দিলীপ কুমার হালদার উপজেলা পূজা উদযাপন কমিটি, নির্মল চন্দ্র দে তরণী পূজা উদযাপন কমিটি ঝালকাঠি জেলা শাখা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, চিনি, তৈল, দুধ, সেমাই, আলু। ঈদের আগে এসব সামগ্রী পেয়ে খুশি করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র মানুষগুলো।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন,‘ বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে অনেকেই কর্মহীন হয়ে পরেছে। বেশি দুর্ভোগে পরেছে নিন্ম আয়ের মানুষ। এর মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। তাই ঈদের দিন যাতে নিন্ম আয়ের মানুষগুলো তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে এজন্য আমাদের পক্ষ থেকে এই আয়োজন। তিনি আরো বলেন, আমাদের এই উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content