দেশজুড়ে

ঝড়ে সুন্দরবনের চরে আটকে পড়েছে পাথরবাহী জাহাজ

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৮:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবনের চরে আটকে পড়েছে পাথর বোঝাই একটি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার দিবাগত রাতের আকস্মিক ঝড়ে বন্দরের হাড়বাড়িয়ার নম্বরে অবস্থানরত জাহাজটি চরে উঠে যায়। এরপর ওই জাহাজটি উদ্ধারে রাতেই ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব উদ্ধারকারী নৌযান এমটি শিবসা পাঠায়।

রাত থেকে দুর্ঘটনাকবলিত জাহাজটি উদ্ধারে পরতা শুরু হয়। জাহাজটির স্থানীয় ষ্টিভিডরস কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে জাহাজটি বুধবার রাতের মধ্যেই উদ্ধার করা সম্ভব হবে। এমভি শাহরিয়ার জাহান নামক বাংলাদেশী জাহাজটি ভিয়েতনাম থেকে ২১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ৩১ মে মোংলা বন্দরের হাড়বাড়িয়ার নম্বরে নোঙ্গর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, ঝড়ের কবলে পড়ে চরে উঠে যাওয়া জাহাজটির কোন ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজটি উদ্ধারে বন্দরের নিজস্ব উদ্ধারকারী নৌযান শিবসা কাজ করছে। আশা করছি আজকের মধ্যেই জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে।

আরও খবর

Sponsered content

Powered by