দেশজুড়ে

ঝড়-বৃষ্টিতেও খাদ্য সহায়তা অব্যাহত সাবেক বিমান মন্ত্রী’র

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৩:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর : চারদিকে অন্ধকার হয়ে আসছে। শুরু হয়েছে ঝড়। এর পরই ভারী বৃষ্টি। কিন্তু তাতেও থেমে নেই সাবেক বেসামরিক বিমান পরিবহন পর্যটনমন্ত্রী এবং লক্ষীপুর আসনের সাংসদ একেএম শাহজাহান কামালের পক্ষে খাদ্য সহায়তা। ১৮তম দিনে করোনা পরিস্থিতি মোকাবেলা মাহে রমজান উপলক্ষে কর্মহীন হয়ে পড়া পিকআপ, সিএনজি, রিক্সা, অটো রিক্সা মিনি বাস চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

২৫ এপ্রিল শনিবার খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি তাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন এমপির এপিএস সাবেক জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। এছাড়াও সকল হতদরিদ্র নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত লোকজনের মাঝে সাবেক বিমানমন্ত্রী শাহজাহান কামালের নির্দেশে মানুষের বাসায় বাসায় গিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

বায়েজীদ ভূঁইয়া বলেন, এই আপদকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষকে সহায়তা প্রদান করে যাচ্ছি। এই সঙ্কটময় সময় কাটিয়ে যতদিন না মানুষ স্বাভাবিক সময়ে ফিরে আসবে ততদিন এই সহায়তা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন লক্ষীপুর আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল।

 

 

আরও খবর

Sponsered content

Powered by