ঢাকা

টাঙ্গাইলে চার থানায় ৮ মামলা, গ্রেফতার ১৬৬

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৪ , ৫:৫৯:৫৯ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে চার থানায় ৮ মামলা, গ্রেফতার ১৬৬

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় ১৬৬ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের ধাওয়া পালটা ধাওয়া, সরকারি কাজে বাধা ও সরকারি স্থাপনা ভাঙচুরসহ কয়েকটি ঘটনায় টাঙ্গাইলে চার থানায় আটটি মামলা হয়েছে।

পুলিশ, আওয়ামী লীগ ও শ্রমিক নেতা বাদী হয়ে টাঙ্গাইল সদর, কালিহাতী, মধুপুর ও ধনবাড়ী থানায় এসব মামলা করেন। মামলায় ৪২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই হাজার ৮৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ১৮ জুলাই টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ দফায় দফায় সংঘর্ষ হয়। এছাড়াও শহরের নিরালা মোড় এলাকায় পুলিশ বক্স ও সরকারি স্থাপনা ভাঙচুর করাসহ পুলিশে ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর থানার এসআই আরিফ রব্বানী বাদী হয়ে অজ্ঞাত ৩০০ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়াও একই দিন জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোরশেদ আলম বাদী হয়ে ২০ জুলাই অজ্ঞাত ২০০ ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বাদী হয়ে ৯২ নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনের নামে মামলা করেন।

১৯ জুলাই দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আশরাফউল্লাহ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ ব্যক্তিকে আসামি করে কালিহাতী থানায় ২১ জুলাই মামলা দায়ের করেন।

এছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কালিহাতী থানার এসআই ইমাম হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ ২০০ জনের নামে ১৯ জুলাই মামলা দায়ের করেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই মো. ফরহাদ হোসেন বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ ৩০০ জনের নামে মধুপুর থানায় মামলা দায়ের করেন।

দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার জামাল হোসেন বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনের নামে ২০ জুলাই মধুপুর থানায় মামলা দায়ের করেন। একইদিন শ্রমিক অফিস ভাংচুরের অভিযোগে শ্রমিক নেতা মনছের আলী বাদী হয়ে ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনের নামে মামলা দায়ের করেন।

এছাড়াও সরকারি বাধা দেওয়ার ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে ১৯ জুলাই ধনবাড়ী থানায় এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাগুলো তদন্ত করা হচ্ছে। এসব মামলায় এ পর্যন্ত ১৬৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content