প্রতিনিধি ৩ মে ২০২৩ , ৬:২৭:০৮ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
মার্চের পর এপ্রিলেও কমল রপ্তানি আয়। গত বছরের এপ্রিলের চেয়ে রপ্তানি আয় কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ। আজ বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ রপ্তানি তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
ইপিবির তথ্যে দেখা গেছে, এপ্রিলে ৩৯৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। ২০২১-২০২২ অর্থবছরের এপ্রিলে ৪৭৩ কোটি ৮৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। অর্থাৎ এটি গত বছরের একই সময়ের চেয়ে ৭৮ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার কম।