ঢাকা

টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৭:০৪:৪৩ প্রিন্ট সংস্করণ

টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর নিজ বাড়ীতে গত বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ইফতার মাহফিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী দোয়া ও ইফতার মাহফিলে বলেন,আমি এই গ্রামের সন্তান হয়েও বিগত সরকারের সময়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারিনি। কারাগারে থেকে আমি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ – ৩ আসনে  বিএনপির মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছিলাম। আমার ছেলে খুব আশা নিয়ে আমার বাড়ীতে একটি পোষ্টার টানিয়ে ছিলো। তখন সে পোষ্টার ছিড়ে ফেলা হয়েছিলো। তারা বাড়ী ভাংচুর করেছে। জুলাই-আগষ্ট বিপ্লবের পর আমার বাড়ীতে আসার পথে আমি হামলার শিকার হই। সেদিনের হামলায় আমার এক সহযোদ্ধা নিহত হন। ওই হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে আসামি না হন বা  হয়রানির শিকার না হন সেটি আমি দেখবো। প্রয়োজনে চার্জশিট থেকে নিরপরাধীদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করবো।

এ সময় সেখানে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির  সদস্য এ্যাড. আবুল খায়ের, এ্যাড. তৌফিকুল আলম, এম.মাহবুব আলী সোহেল, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপ্টন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন,  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মনিরুজ্জামান বাবলু, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content