প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৬:১৮:০৮ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
অপূর্ণ স্বপ্ন পূর্ণতা দিতে পদ্মাসেতুতে উঠলো ট্রেন। এটিই পদ্মাসেতু দিয়ে ট্রেনের প্রথম যাত্রা। পরীক্ষামূলকভাবে ট্রেনটি পদ্মাসেতু পাড়ি দিয়েছে ২০ মিনিটে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ফরিদপুরের ভাঙ্গা রেল জংশন থেকে পরীক্ষামূলকভাবে ‘বিশেষ ট্রেন’ যাত্রা শুরু করে। দুপুর ১টা ২১ মিনিটে ছেড়ে দুপুর ৩টা ৫ মিনিটে মাওয়া স্টেশনে পৌঁছায় ট্রেনটি। ঘণ্টায় গড়ে ২২ কিলোমিটার গতিতে এ পথ পাড়ি দেয়। এরমধ্যে ট্রেনটি দুপুর ২টা ৪৫ মিনিটে পদ্মাসেতুতে ওঠে। এরপর ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুটি পাড়ি দিয়ে দুপুর ৩টা ৫ মিনিটে মাওয়া স্টেশনে পৌঁছায়। এতে দেখা যায়, পদ্মাসেতু পাড় হতে ট্রেনটির সময় লেগেছে ২০ মিনিট।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এটা উদ্বোধন করবেন।